জঙ্গি অর্থায়নের অভিযোগে ব্যবসায়ী ফের রিমান্ডে

জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থসহায়তার অভিযোগে আটক গার্মেন্টস ব্যবসায়ী এনামুল হককে আবারও রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। আজ সোমবার দুপুরে হাটহাজারী থানায় সন্ত্রাস দমন আইনের একটি মামলায় তাঁকে আদালতে হাজির করা হয়। র্যাবের সহকারী পরিচালক সোহেল মাহমুদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য এনামুল হককে পাঁচদিনের রিমান্ড আবেদন করে র্যাব। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৫ সেপ্টেম্বর ঢাকার টঙ্গীর তুরাগ এলাকা থেকে গোল্ডেন টাচ অ্যাপারেলের পরিচালক এনামুল হককে জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে ১৬ লাখ টাকা অর্থ সহায়তার অভিযোগে আটক করা হয়। গত বৃহস্পতিবার একই অভিযোগে বাঁশখালী থানার একটি মামলায় তাকে পাঁচদিনের রিমান্ড শেষে ১৬৪ ধারায় জবানবন্দি নেন।
একই অভিযোগে গত ১৮ আগস্ট ঢাকা থেকে আটক সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্ট্যার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে গ্রেপ্তার করে র্যাব।