খুলনা-ঢাকা ট্রেনের টিকেট ‘সোনার হরিণ’

খুলনা-ঢাকা সড়কের বেশির ভাগ স্থানে বেহাল দশা, সঙ্গে ফেরিঘাটে পারাপারের বিড়ম্বনা। ফলে নিরাপদ যাত্রা হিসেবে যাত্রীরা আগ্রহী ট্রেন যাত্রার ওপর। আর এই কারণে খুলনা রেলস্টেশনে উপচে পড়া ভিড়।
খুলনা থেকে ঢাকায় ফেরার টিকেট যেন সোনার হরিণে পরিণত হযেছে।
নির্ধারিত দিন হিসেবে আজ শনিবার অগ্রিম টিকেট দেওয়ার কথা ২৭ আগস্টের। গতকাল শুক্রবার রাত থেকে যারা লাইনে ছিল তাদের মাত্র একজনকেই ৪টা এসি চেয়ার টিকেট দেওয়া হয়েছে। তারপর এসি চেয়ার নাই। লাইনে থাকা অনেকে তখন শোভন নন-এসি টিকেট কেউ স্ট্যান্ডিং টিকেট নিতে বাধ্য হচ্ছে।
খুলনা রেলস্টেশনের অগ্রিম বা নারীদের জন্য কোনো টিকিট কাউন্টার নেই। সেই ব্রিটিশ আমলে স্থাপিত অবকাঠামো দুটি টিকেট কাউন্টার দিয়েই চলছে সব।
এ ব্যাপারে গতকাল রাতে এবং আজ সকালে কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও খুলনা স্টেশন মাস্টার মানিক সরকারের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনও বন্ধ। অন্য একজন কর্মকর্তা জানান, এসি টিকিট প্রায় সবই ভিআইপিদের জন্য সংরক্ষণ করা হয়েছে। পাকশি থেকে একজন কর্মকর্তা এসেছেন তিনি তা নিয়ন্ত্রণ করছেন।
অভিযোগ রয়েছে, রেলওয়ে রেস্ট হাউসে বেশি দামের টিকিট পাওয়া যাচ্ছে।