ময়মনসিংহ বিভাগ হওয়ায় আনন্দ মিছিল

বৃহত্তর ময়মনসিংহের চার জেলা নিয়ে ‘ময়মনসিংহ বিভাগ’ গঠিত হওয়ায় ময়মনসিংহবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। বিকেলে গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ায় ময়মনসিংহবাসী উল্লাসে ফেটে পড়ে। শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। বিভিন্ন সংগঠন মিছিল বের করে।
আজ সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এক সংবাদ সম্মেলনে বৃহত্তর ময়মনসিংহের অঞ্চলের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ হিসেবে ‘ময়মনসিংহ বিভাগ’ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত নিকারের সভায় চূড়ান্ত অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘সকালে মন্ত্রিসভার বৈঠকে আমি প্রধানমন্ত্রীকে বলেছি যদি কেউ ময়মনসিংহের সাথে থাকতে না চায় তাদের বাদ দিয়ে আপনি ময়মনসিংহ বিভাগ ঘোষণা করুন। প্রধানমন্ত্রী আমার ও ময়মনসিংহবাসীর অনুরোধ রক্ষা করায় অভিনন্দন জানাচ্ছি।’
ধর্মমন্ত্রী জানান, মন্ত্রিপরিষদ ও নিকারের বৈঠকে ‘ময়মনসিংহ বিভাগ’ চূড়ান্তভাবে অনুমোদন লাভের পর তিনি ময়মনসিংহবাসীকে আনন্দের সংবাদটি দিতে দ্রুত ময়মনসিংহে ছুটে আসেন। তিনি ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নে বিরোদলীয় নেতা রওশন এরশাদসহ দীর্ঘদিনের আন্দোলনে যাঁরা ছিলেন তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে গণমাধ্যমে ময়মনসিংহ বিভাগ হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিকেলে ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটোর পক্ষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউনহল চত্বরে গিয়ে শেষ হয়।
জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান জানান, অবশেষে বিভাগের স্বপ্ন পূরণ হওয়ায় তাঁরা খুশি। তিনি বলেন, ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবিতে নাগরিক আন্দোলন প্রায় তিন দশক ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
অপরদিকে জাতীয় পার্টির জেলা নেতারা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের মিষ্টিমুখ করান।