তিন ‘রাজাকারের’ নামে গ্রেপ্তারি পরোয়ানা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার তিন ‘রাজাকারের’ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রোববার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
তাঁরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ‘রাজাকার কমান্ডার’ গাজী আবদুল মান্নান, খুদির জঙ্গল গ্রামের ‘রাজাকার’ মো. হাফিজউদ্দিন ও হাইধনখালী গ্রামের ‘রাজাকার’ মো. আজহারুল ইসলাম।
কিশোরগঞ্জের করিমগঞ্জের ক্যাপ্টেন (অব.) এ কে এম নাসিরউদ্দিন ও তাঁর ভাই অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এই তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আজ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়ে আগামী ৩০ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এ ছাড়া মামলায় গ্রেপ্তারকৃত আসামি শামসুদ্দিন আহমেদকে সেফহোমে নিয়ে একদিনের জন্য জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেওয়া হয়েছে।
গত বছরের ৩০ নভেম্বর ময়মনসিংহের নান্দাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে শামসুদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামি ক্যাপ্টেন (অব.) এ কে এম নাসিরউদ্দিন পলাতক রয়েছেন।