খুলনা-৪ উপনির্বাচনে আ. লীগের প্রার্থী সালাম মুর্শেদী

সংসদের খুলনা-৪ আসনের উপনির্বাচনে সাবেক ফুটবলার ও ব্যবসায়ী সালাম মুর্শেদীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ছবি : সংগৃহীত
সংসদের খুলনা-৪ আসনের উপনির্বাচনে সাবেক ফুটবলার ও ব্যবসায়ী সালাম মুর্শেদীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
আজ সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
গত ২৬ জুলাই ওই আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা মারা যান। আর ৫ আগস্ট আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়।
পরে উপনির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী, এই নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৬ আগস্ট, যাচাই-বাছাই হবে ২৮ আগস্ট। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর আর ভোটগ্রহণ হবে ২০ সেপ্টেম্বর।