আটপাড়ায় দুই দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/15/photo-1442296839.jpg)
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ও সারা দেশে ইন্টারনেটকে সহজলভ্য করতে নেত্রকোনার আটপাড়ায় গতকাল সোমবার থেকে শুরু হয় দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫। ছবি : এনটিভি
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ও সারা দেশে ইন্টারনেটকে সহজলভ্য করতে নেত্রকোনার আটপাড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫।
আটপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে গতকাল সোমবার সকালে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) ড. তরুণ কান্তি শিকদার।
মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফ হোসেন, রেড ক্রিসেন্টের জেলা ভাইস প্রেসিডেন্ট এস এম বজলুল কবীর শাহজাহান, আটপাড়ার মহিলা ভাইস চেয়ারম্যান লিপি আক্তার, আটপাড়ার সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক পরিসরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
মেলায় ৩০টি স্টলে কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে ধারণা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।