পিটিয়ে দুজনকে হত্যা : ২৫০ জনের বিরুদ্ধে মামলা

গণপিটুনিতে দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় সাতক্ষীরার শ্যামনগর থানায় অজ্ঞাত আড়াইশ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামিদের কারো নাম উল্লেখ করা হয়নি।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে শ্যামনগর উপজেলার পারসেসমারি গ্রামে গণপিটুনিতে নিহত হন একই গ্রামের হযরত আলী (৩০) ও ওবায়দুল্লাহ (৩৫)। পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা সুন্দরবনের জলদস্যু নূরী বাহিনীর সদস্য।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, নিহত হযরত আলী ও ওবায়দুল্লাহ বনের গহীনে থেকে দীর্ঘদিন ধরে জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করত। গত ১৪ আগস্ট কোস্টগার্ড সদস্যরা দস্যুদের একটি আস্তানা গুঁড়িয়ে দেয়। এ সময় সেখান থেকে ৩৮৪টি গুলি জব্দ করা হয়।
ওসি এনামুল আরো বলেন, ‘দস্যুদের অত্যাচারে সাধারণ জেলে ও বাওয়ালিরা সবসময় আতঙ্কে থাকে। সোমবার রাতে গাবুরা ইউনিয়নের পারসেমারি গ্রামের দুই দস্যু (আলী ও ওবায়দুল্লাহ) বনের কালির খাল এলাকায় অবস্থান করছে জানতে পেরে জেলেরা তাদের তাড়া করে। রাতে আলী ও ওবায়দুল্লাহ বাড়ি পৌঁছালে তাদের গণপিটুনি দিয়ে হত্যা করে গ্রামবাসী।
‘মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশে এ ঘটনা ঘটে’, যোগ করেন ওসি।