মা ও মেয়েকে হত্যার মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

কদমতলীতে মা মোসাম্মৎ ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরিনা আলম তানহাকে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার (২০ জুলাই) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলাম এই রায় ঘোষণা করেন।
এ বিষয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওলিউল ইসলাম তুষার এনটিভি অনলাইনকে জানিয়েছেন। তিনি বলেন, আসামি দুইজনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মামলার নথি থেকে থেকে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ইয়াসমিন আলমের স্বামী একেএম শাহ-ই-আলমের পূর্বের স্ত্রী ও অন্যান্য আসামিদের সহযোগিতায় ২০১০ সালের ৭ মে রাত ৯টা থেকে ৮ মে সকাল ৯টার মধ্যে কদমতলী থানাধীন পলাশপুর জিয়া সরণিস্থ এলাকায় গলায় ফাঁস দিয়ে এবং হাত পা বেঁধে ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরিনা আলম তানহাকে হত্যা করা হয়।
ওই ঘটনায় রাজধানীর কদমতলীর থানায় নিহতের ভাই মনির হোসেন বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।