ময়মনসিংহ বিভাগ হওয়ায় জাতীয় পার্টির সমাবেশ

ময়মনসিংহ বিভাগ ঘোষণা করায় সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আজ মঙ্গলবার বিকেলে টাউন হল মাঠে সমাবেশে বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ। ছবি : এনটিভি
ময়মনসিংহ বিভাগ ঘোষণা করায় সদর উপজেলা জাতীয় পার্টি সমাবেশ ও শোভাযাত্রা করেছে। আজ মঙ্গলবার বিকেলে টাউন হল মাঠে সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, সংসদ সদস্য ফকরুল ইমাম, সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদ প্রমুখ।
সমাবেশে বেগম রওশন এরশাদ বলেন, ‘আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। এ এলাকার দুই কোটি মানুষের প্রাণের দাবি ছিল ময়মনসিংহকে বিভাগ করা। আমি সংসদে বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার জীবদ্দশায় ময়মনসিংহ বিভাগ দেখতে চাই, উনি আমার কথা রেখেছেন।’