রাজশাহীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় নিজ প্রতিষ্ঠান থেকে গলায় বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় মোশাররফ হোসেন কালু (৫২) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মেসার্স মীম স্টিল ফার্নিচারের স্বত্বাধিকারী এবং নগরীর হেতেম খাঁসংলগ্ন লিচুবাগান এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে মোশাররফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাজপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খবির উদ্দিন জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কাদিরগঞ্জ এলাকার মীম স্টিল ফার্নিচারের মালিক মোশাররফ তাঁর নিজের দোকান ভেতর থেকে বন্ধ করে দেন। দুপুর ১টার দিকে এক শিশু শার্টার খুলে দোকানের ভেতর মোশাররফ হোসেনকে ঝুলতে দেখে ভয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে দেখেন, মোশাররফ দোকানের ভেতর লোহার রডের সঙ্গে গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে ঝুলে আছেন।
এ সময় স্থানীয়রা কালুকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মোশাররফের মরদেহের পাশে একটি ছোট নোটপ্যাডে একটি চিরকুট পাওয়া যায়। এতে লেখা ছিল ‘খোকন+সাইদুর’।
স্থানীয় বাসিন্দারা জানান, মোশারফের সঙ্গে খোকন ও সাইদুর ফার্নিচারের ব্যবসা করতেন। সম্প্রতি কালু ও খোকন আলাদাভাবে স্টিল ফার্নিচারের দোকান গড়ে তুলেছেন। এর মধ্যে মোশাররফ বিভিন্ন স্থান থেকে ঋণ নিয়ে নিজের দোকানটি গড়ে তোলেন। দোকান করার পর থেকেই তিনি কারো সঙ্গে মিশতেন না। বেশির ভাগ সময় চিন্তামগ্ন থাকতেন।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, হাসপাতালে নেওয়ার কারণে ঘটনাস্থল বোয়ালিয়া থানা এলাকার হলেও রাজপাড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে বোয়ালিয়া থানায় মামলা দিলে পুলিশ ঘটনা তদন্ত করে দেখবে।