‘রামপাল বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত’

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনায় আহত এক নির্মাণশ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত শ্রমিকের নাম সজিব শেখ (১৫)। সে রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের হাসান আলী শেখের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজ উদ্দিন বলেন, ‘নিহত ও আহত দুজন তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণশ্রমিক। তারা রডের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
গুরুতর আহত অবস্থায় সজিব শেখকে গতকাল শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই হাসপাতালে মিলন হাওলাদার নামে অপর একজন চিকিৎসাধীন রয়েছে বলেও জানায় পুলিশ।
অপরদিকে রামপাল থানার ওসি লুৎফর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট দুই নির্মাণশ্রমিককে খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। সর্বশেষ খবর তিনি জানেন না।
তবে এ ব্যাপারে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক অরুণ চৌধুরী এবং শ্রমিক নিয়োগের ঠিকাদার সুলতান মাহমুদের বক্তব্য জানার জন্য বারবার মোবাইল ফোনে কল করলে এবং খুদে বার্তা দিলেও তাঁরা সাড়া দেননি।
বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না।
তবে স্থানীয়রা দাবি করেছে, গতকাল শুক্রবার বিকেলে তাপ বিদ্যুৎকেন্দ্রে এই দুর্ঘটনা ঘটেছে।