‘প্রেমিকের’ সঙ্গে পালিয়ে যাওয়ার সময় গৃহবধূ আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/16/photo-1442415722.jpg)
নেত্রকোনায় এক গৃহবধূ ও তাঁর প্রেমিককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার সতরশ্রী স্থান থেকে তাঁদের আটক করা হয়।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহনুর এ আলম বলেন, সদর উপজেলা বাংলা ইউনিয়নের সতরশ্রী এলাকায় রাতে সন্দেহজনকভাবে এলোমেলো হয়ে ঘোরাফেরার সময় দুই তরুণ-তরুণীকে আটক করে পুলিশ। এ সময় তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেন। পুলিশের কাছে উত্তর সন্তোষজনক মনে না হওয়ায় তাঁদের সম্পর্কের সত্যতা যাচাই করতে থানায় নিয়ে আসা হয়।
শাহনুর এ আলম আরো জানান, পরে থানায় তাঁদের অবৈধ সম্পর্কের প্রকৃত সত্য বেরিয়ে এলে জানা যায়, ওই তরুণী বারহাট্টা উপজেলার কোর্টরোড এলাকার একজনের স্ত্রী। পরে তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তাঁরা আজ আসার পর আটকের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ সন্ধ্যার দিকে আটক দুজনকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।