ট্রাক ওভারটেক করতে গিয়ে মুখোমুখি দুই বাস, নিহত ৪

রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন। বুধবার দুপুরে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের মাদারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের ফরমুদের পাড়ার আব্দুর রউফের ছেলে শরিফুল(১৮), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানার শাহ আলমের ছেলে বেলাল হোসেন (২৫), একই উপজেলার হরিরামপুরের শামসুল হকের ছেলে সুমন (১৯) ও নীলফামারী জেলার সৈয়দপুরের শামীম (৫০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, দুপুর পৌনে ১টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা কুড়িগ্রামগামী আদর এন্টারপ্রাইজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় আদর পরিবহনের বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শরিফুল নিহত হন। আহতদের উদ্ধার করে পরীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে মারা যান বেলাল হোসেন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুমন ও শামীম।
রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুমন (৩০), জিয়ারুল (২৫), তাজুল (২৪), ফরিদ (৫০), মফিজুল (৩০), মতিয়ার (৭০), সোহেল (২০), আব্দুর রহমান (২৩), রুবেল (২০), মহিউদ্দিন (৫৫), হবিবর (৩০), এন্তাজুর (৩০), রুনা (২০), হারুন (২০), হাবুল (২২), আবদুল হামিদ (২০), সবুজ (২৫), ফিরোজ (২৫), ফজলুল হক (২৫) মনিরুল (৫০), শাহীনুর (৩৬), আব্দুল কুদ্দস (৩০), হাসেম (২৫) ফিরোজ (১৮), রুবেল (১৬), মিলন (২৪), সুমী (৩০), আনিসুল (২৮) ও মুশফিকুর রহমান (২৮)।
দুর্ঘটনার খবর পেয়ে পীরগঞ্জে ছুটে যান রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। ওই ঘটনায় বাস দুটিকে আটক করে মামলা করেছে বড়দরগা হাইওয়ে ফাঁড়ির পুলিশ।