ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা রেলওয়ে স্টেশন এলাকায় বাস-ট্রাক সংঘর্ষ। ছবি : এনটিভি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা রেলওয়ে স্টেশন এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত হয়েছে।
আজ রোববার (১০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঢাকামুখী লেনে থেমে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হয়। এ ছাড়া বাসের বেশ কয়েক যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের গতি নিয়ন্ত্রণে না থাকায় এ দুর্ঘটনা ঘটে।