বাগেরহাটে নসিমনচালক হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

বাগেরহাটের সদর উপজেলার চুলকাঠি এলাকার নসিমনচালক হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালত ১-এর বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিরা হলেন সদর উপজেলার ভট্টবলিয়াঘাটার সোহাগ ফকির, ইব্রাহিম মোল্লা, দক্ষিণ খানপুরের মিজান ও ফকিরহাট উপজেলার লকপুরের জুনু ওরফে ইসমাইল মোল্লা। একই মামলায় অপর আসামি খুলনার জয়নাল আবেদীনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ রয়েছে, বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের নসিমনচালক মো. মামুন মোল্লাকে নিয়ে ২০১৩ সালের ১ সেপ্টেম্বর আসামিরা পরস্পরের যোগসাজশে খুলনার উদ্দেশে রওয়া দেন। পরে মামুন মোল্লাকে তাঁর পরিবারের লোকজন খুঁজে না পেয়ে ৯ সেপ্টেম্বর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এক বছরের বেশি সময় পর এই জিডির তদন্ত করতে গিয়ে বাগেরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী এক আসামিকে আটক করেন। এরপর জানতে পারেন আসামিরা মামুন মোল্লাকে নসিমুনসহ ভাড়ায় নিয়ে খুলনার উদ্দেশে রওনা দেন। পরে খুলনায় না গিয়ে পথে তাঁকে হত্যা করে নসিমন নিয়ে অন্যত্র বিক্রি করে দেন তাঁরা। এ ঘটনায় ২০১৪ সালের ১২ জুন একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে মামলাটি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করা হয়। সিআইডি পরিদর্শক মো. নিজাম উদ্দিন হাওলাদার ২০১৪ সালের ২৮ ডিসেম্বর মৃত্যুদণ্ড পাওয়া চার আসামিসহ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ জাহিদ হোসেন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মোসলেম উদ্দিন, মো. এনায়েত হোসেন ও মনোজ কুমার শিকদার।