নামে মাদ্রাসা, কাজে স্কুল

যদিও এটি একটি মাধ্যমিক বিদ্যালয় কিন্তু নাম ‘রাজশাহী সরকারি মাদ্রাসা’। দানবীর হাজী মুহাম্মদ মুহসীনের অর্থায়নে প্রতিষ্ঠিত মুহসীন ফান্ডের টাকা থেকে কেনা প্রায় ৩৫ বিঘা জমির ওপর ১৮৭৪ সালে গড়ে তোলা হয় এ বিদ্যাপীঠ। শুরুতে ধর্মীয় বিষয়ে পাঠদান করা হলেও ১৯৬০ সাল থেকে প্রতিষ্ঠানটি রূপ নেয় মাধ্যমিক বিদ্যালয়ে।
এরপর বিভিন্ন সময় এর নাম পরিবর্তনের দাবি উঠেছে। আন্দোলনও করেছে শিক্ষার্থীরা কিন্তু নাম রয়ে গেছে আগের মতোই।
স্কুলের সিলেবাসে পড়াশোনা করলেও বিদ্যালয়ের নামে ‘মাদ্রাসা’ যুক্ত থাকায় বিভিন্ন সময় নানা বিড়ম্বনায় পড়তে হয় এখানকার শিক্ষার্থীদের। বিড়ম্বনা থেকে বাঁচতে শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে ২০১২ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করার প্রস্তাব পাঠানো হয় শিক্ষা মন্ত্রণালয়ে। কিন্তু আমলাতান্ত্রিক নানা জটিলতায় বিষয়টি এখনো ঝুলে আছে।
শরীফুজ্জামান রয়েলের ক্যামেরায় শ. ম সাজুর পাঠানো ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত :