সুন্দরবনে ছয় জেলে ‘অপহৃত’

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ছয় জেলে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেরা দাবি করেছেন, জোনাব বাহিনী নামের জলদস্যুদের একটি দল ছয় জেলেকে অপহরণ করে মাথাপিছু ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।
তবে গত দুইদিনেও নিখোঁজ জেলেদের সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় জেলেরা জানিয়েছেন, পাঁচদিনের মধ্যে তিন লাখ টাকা মুক্তিপণ দেওয়ার দাবি করেছে জোনাব বাহিনী। মুক্তিপণ না পেলে ছয় জেলেকে হত্যা করার হুমকিও দিয়েছে তারা।
সুন্দরবন সংলগ্ন পারসেখালি গ্রামের হাজি আবদুর রহমান জানান, তিনিসহ (আবদুর রহমান) ৩০ জনের একটি দল বনের কৈখালি স্টেশন থেকে পাস নিয়ে গত মঙ্গলবার সুন্দরবনে মাছ ধরতে যান। বিকেলে দাইয়ের গাং, বয়ারশিং ও বৈকরি খালে মাছ ধরার সময় জোনাব বাহিনীর সদস্যরা জেলেদের ঘিরে ফেলে। পরে অস্ত্রের মুখে ছয় জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
আবদুর রহমান জানিয়েছেন, অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার টেংরাখালি গ্রামের শফিকুল ইসলাম, পাতাখালি গ্রামের আবদুল আলিম, পারসেখালি গ্রামের রফিকুল ইসলাম, কেওড়াতলি গ্রামের খোকন সরদার, পদ্মপুকুরের কওসার আলী ও কালিগঞ্জের নলতা গ্রামের রেজাউল ইসলাম।
জেলেরা জানিয়েছেন, ওই ছয়জনের পরিবারের সদস্যরা এ খবর পাওয়ার পর নদীতে তাঁদের খুঁজে বেড়াচ্ছে।
এ ব্যাপারে কৈখালি ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. জালালউদ্দিন বলেন, ‘আমি খবরটি শুনেছি মাত্র। কিন্তু কেউ এ ব্যাপারে সহযোগিতা নিতে আসেননি।’
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনামুল হক বলেন, ‘পুলিশের কাছে কেউ এ ধরনের অভিযোগ দেয়নি এখনো।’