বিদেশি মদ ও দেশি অস্ত্রসহ আটক ৭

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২) বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৮৩ বোতল মদ ও দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করেছে। গতকাল সোমবার (৪ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পাথরের চর পূর্বপাড়ায় এ অভিযান চালানো হয়।
আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিদর্শক (ডিবি-২) মো. রুহুল আমিন তালুকদার এ তথ্য জানান।
পরিদর্শক মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এসআই) মণি সাধ্য, মোশারফ, আল-আমিন এবং সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন। অভিযানে পলাশ মিয়া, জাহিদুল ইসলাম, মিস্টার আলী, শাহজাহান, আব্দুল আওয়াল, সবুজ মিয়া ও শাহীনকে আটক করা হয়। এ সময় আরও তিনজন পালিয়ে যায়। জব্দ করা বিদেশি মদের বাজারমূল্য আনুমানিক দুই লাখ আট হাজার ৫০০ টাকা। এ ছাড়া অভিযানে তিনটি রামদা ও দুটি ছুরি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক এবং অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। পালিয়ে যাওয়া তিনজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ডিবি পুলিশের এ কর্মকর্তা আরও জানান, মাদক এবং অস্ত্র আইনে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।