খুলনায় নিখোঁজের ১৪ দিন পর শিক্ষকের গলিত লাশ উদ্ধার

নিখোঁজের ১৪ দিন পর খুলনা নগরীর একটি ডোবা থেকে কিন্ডারগার্টেন স্কুলের এক শিক্ষকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে নগরীর বয়রা আনসার উদ্দিন সড়কের একটি ডোবা থেকে কাজী তাসকিন হোসেন তয়নের (৩২) মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাসকিন নগরীর মজগুন্নী এলাকার কাজী তোতার ছেলে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, গত ২৮ আগস্ট থেকে তাসকিন নিখোঁজ ছিলেন। স্থানীয়রা আজ সকালে ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে আমরা মরদেহ উদ্ধার করি। দীর্ঘদিন পানিতে থাকায় মৃতদেহে পচন ধরেছে, ফলে শরীরে আঘাতের চিহ্ন আছে কি না, তা বোঝা যাচ্ছে না।
নিখোঁজের পর গত ২৯ আগস্ট নিহতের মামা ফটোসাংবাদিক কামরুল আহসান খালিশপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলশিক্ষক তাসকিনকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যা করা হতে পারে।
নিহতের মামা ফটোসাংবাদিক কামরুল আহসান বলেন, ‘নিখোঁজের পর তাসকিনের মোবাইল ফোন নম্বর থেকে একবার কল করা হয়েছিল। তবে মুক্তিপণ বা এ ধরনের কোনো দাবি করা হয়নি। সেসব তথ্য র্যাব ও পুলিশকে সরবরাহ করেছিলাম।’