ময়লাকান্দায় ময়লা ফেলা বন্ধের দাবি

ময়মনসিংহ পৌরসভার ময়লা-আবর্জনা ঈশ্বরদিয়া ইউনিয়নের ময়লাকান্দায় ফেলা বন্ধের দাবিতে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার সকালে শম্ভুগঞ্জ ব্রিজের পূর্বপাড়ে ময়লাকান্দা স্থানে ঘণ্টাব্যাপী এ অবরোধে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ময়লাকান্দায় ময়লা ফেলা বন্ধ ও ময়লা ফেলার জন্য আলাদা স্থান নির্বাচন না করলে আগামীকাল শনিবার সকাল থেকে পৌরসভার ময়লাবাহী কোনো গাড়ি শম্ভুগঞ্জ পার হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
পরিবেশদূষণ রোধকল্পে ও বর্জ্য অব্যবস্থাপনার প্রতিবাদে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোরশেদুল আলম জাহাঙ্গীর হোসেন, সমাজসেবক তোফাজ্জল হোসেন, হাবিবুর রহমান হবি, ইদ্রিস আলী, সামসু সরকার প্রমুখ।
চর ঈশ্বরদিয়া ইউপির চেয়ারম্যান বলেন, ‘পৌরসভা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে রাস্তার পাশে শহরের ময়লা-আবর্জনা ফেলছে। এতে পরিবেশদূষণ হচ্ছে ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এখানকার মানুষ অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বসবাস করছে। আমি নির্বাচিত হওয়ার পর থেকেই এটি বন্ধের চেষ্টা করছি।’
পৌরসভার পরিচ্ছন্নতাবিষয়ক পরিদর্শক দীপক মজুমদার বলেন, শহরের ময়লা-আবর্জনা ফেলার জন্য ময়লাকান্দায় পৌরসভা তিন একর জায়গা কিনেছে। সেখানেই ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। ময়লা ফেলার জন্য আর কোনো বিকল্প জায়গা নেই।
সরেজমিনে দেখা যায়, অবরোধ ও মানববন্ধন চলাকালে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্ট যানজটে হালুয়াঘাট-ময়মনসিংহ-ঢাকার পথে চলাচলকারী শত শত যানবাহন আটকা পড়ে।