নীলফামারীতে ১২১০ ক্যান বিয়ার আটক

নীলফামারীতে অভিযান চালিয়ে এক হাজার ২১০ ক্যান বিদেশি বিয়ারসহ তিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নীলফামারী শহরের তিনটি কনফেকশনারিতে অভিযান চালিয়ে এসব বিদেশি বিয়ার উদ্ধার করে।
র্যাব ১৩-এর অধীনস্থ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের ডালপট্টি এলাকার পিয়াসী কনফেকশনারি থেকে ৯৪২ ক্যান বিদেশি বিয়ার, ৯৪ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। এ সময় দোকান মালিক নিয়ামত উল্লাহ আহমেদকে (৪১) আটক করা হয়।
বিকেল সাড়ে ৫টার দিকে শহরের মাধার মোড়ের মুন কনফেকশনারি থেকে ২৪৬ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। এ সময় দোকানমালিক জুলফিকার আলী মুনকে (২৫) আটক করা হয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ের সুস্মিতা কনফেকশনারি থেকে আরো ২২ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। এ সময় দোকানের কর্মচারী জিকরুল ইসলামকে (২৪) আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রাতেই পুলিশে হস্তান্তর করা হবে বলে জানায় র্যাব।