মাগুরায় আব্বাস হত্যার আসামিদের গ্রেপ্তারে মানববন্ধন

মাগুরায় আব্বাস হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিশাল মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মহম্মদপুর উপজেলার বাবুখালী বাজার সড়কে এ মানববন্ধন করা হয়।
এ সময় স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীসহ কয়েক হাজার মানুষ এই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে নিহত আব্বাসের মা সালেহা বেগম উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করে জানান, আব্বাসের হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এক বছর পেরিয়ে গেলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ছাড়া মানববন্ধনে বক্তব্য দেন বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন লিটন, জেলা পরিষদের সদস্য আলী আহমেদ মিজু প্রমুখ।
বক্তারা অবিলম্বে আব্বাস হত্যার আসামিদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মহম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) নুরুজ্জামান বিশ্বাস বলেন, ‘আব্বাস হত্যা মামলায় পাঁচ আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। একজন আদালতে হাজির হয়ে জামিনে রয়েছেন। মামলার প্রধান আসামি জুয়েল পলাতক থাকায় তাঁকে এখনো আটক করা সম্ভব হয়নি। তবে মামলার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। যেকোনো সময়ে মামলার অভিযোগপত্র আদালতে পাঠানো হবে।’
২০১৭ সালের ১৬ জুন রাতে মহম্মদপুর উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের আব্বাসকে (৩৫) কে বা কারা হত্যা করে পরিত্যক্ত ইদারার ভেতরে বস্তাবন্দি করে লাশ মাটি চাপা দিয়ে রাখে। পরে এলাকাবাসী দুর্গন্ধ টের পেয়ে পুলিশকে জানালে পুলিশ বস্তাবন্দি লাশ উদ্ধার করে।
এ ঘটনায় ১৯ জুন নিহতের মা সালেহা বেগম বাদী হয়ে উজ্জ্বল নামের এক যুবককে প্রধান আসামি করে ১২ জনের নামে মহম্মদপুর থানায় হত্যা মামলা করেন। হত্যার এক বছর পার হলেও মামলার কোনো অগ্রগতি না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা আজ মানবন্ধনের আয়োজন করে।