ঘুমের মধ্যে সাপের দংশন, খালা-ভাগ্নের মৃত্যু

বোনের শিশু ছেলে তানজিদকে (৩) নিয়ে রাতে একই বিছানায় শুয়ে ছিলেন হাবিবা (২২)। বিষধর সাপের কামড়ে ওই ঘুম থেকে চিরঘুমে চলে গেছেন দুজন।
গতকাল শুক্রবার দিবাগত রাতে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী গ্রামের সবজি ব্যবসায়ী সাব্বির আহম্মেদের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত হাবিবা সাব্বিরের স্ত্রী। শিশু তানজিদ হাবিবার ছোট বোন মাহফুজা আক্তারের ছেলে।
স্থানীয় লোকজন জানান, কয়েকদিন আগে সাব্বিরের বাড়িতে তাঁর শ্যালিকা মাহফুজা আক্তার ও তাঁর তিন বছরের শিশুপুত্র তানজিদ বেড়াতে আসেন। প্রতিদিনের মতো গতকাল শুক্রবার রাতে বাড়ির সবাই খাবার খেয়ে শুয়ে পড়েন। একই বিছানায় ছিলেন হাবিবা, তাঁর বোন মাহফুজা ও ছেলে তানজিদ। দিবাগত রাত ৩টার দিকে ঘুমের মধ্যে হাবিবা ও তানজিদকে সাপ কামড় দেয়। তারা চিৎকার দিয়ে উঠলে সাপে কামড়ানোর বিষয়টি প্রকাশ পায়। তাঁরা দুজনকে চিকিৎসকের কাছে না নিয়ে খবর দেন এক ওঝাকে। ওঝা আসার আগেই ভোরে শিশু তানজিদের মৃত্যু হয়। পরে ওঁঝা এসে হাবিবাকে ঝাড়ফুঁক শুরু করেন। সকাল সাড়ে ৭টার দিকে হাবিবাও মৃত্যুবরণ করেন।
একই বাড়িতে খালা ও ভাগ্নের মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন কামাল বলেন, সাপের কামড়ে দুজনের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।