পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার, তদন্ত কমিটি

মা ও ছেলেকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এলাকাবাসীর বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি এ ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকেও সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কালিহাতী থানায় পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
ডিআইজি বলেন, ‘পুলিশ আক্রান্ত ও আত্মরক্ষার কারণে হয়তো এ গুলি চালাতে পারে। এ ঘটনায় পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়াকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সাময়িকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে বলেও জানান ডিআইজি।
তবে কয়জনকে প্রত্যাহার করা হয়েছে এ ব্যাপারে সুস্পষ্ট করে কিছু বলেননি পুলিশের এ কর্মকর্তা। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে যাদের প্রযোজন মনে হয়েছে, তাদেরই প্রত্যাহার করা হয়েছে।’
এদিকে নিহত তিনজনের লাশ টাঙ্গাইল সদর হাসপাতালে ময়নাতদন্তের পর বিকেল ৪টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।
সকালে নিহতদের বাড়িতে গিয়ে দেখা গেছে, সেখানে শোকের মাতম চলছে।
গত ১৫ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের রফিকুল ইসলাম ও তার সহযোগীরা আলামিন ও তাঁর মাকে বিবস্ত্র করে নির্যাতন চালায়।
এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে গতকাল শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় এলাকাবাসী। মিছিলটি উপজেলা সদরের দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশ গুলি, রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। এ সময় তিন বিক্ষোভকারী মারা যান। পুলিশের দাবি, তাদের গুলিতে কেউ মারা যায়নি।
নিহতরা হলেন কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের ফারুক হোসেন, একই এলাকার শ্যামল (৩০) ও ঘাটাইল উপজেলার কালিয়া গ্রামের শামিম মিয়া।
গতকালই কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছিলেন, মা-ছেলেকে নির্যাতনের ঘটনায় হাফিজ উদ্দিন ও রোমা নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরও বিক্ষোভকারীদের থানা ঘেরাওয়ের কর্মসূচি উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।