ময়মনসিংহে স্কুল ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন আজ শনিবার ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাংকিং সম্মেলনে বক্তব্য দেন। ছবি : এনটিভি
ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হলো আজ শনিবার। উদ্বোধন করেন শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম মাহফুজুর রহমান, স্কুল ব্যাংকিং কনফারেন্স প্রস্তুতি কমিটির সভাপতি রুপালী ব্যাংকের উপমহাপরিচালক দেবাশীষ চক্রবর্তী, ময়মনসিংহে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মাহবুব-উল-হক প্রমুখ। এর আগে প্রধান অতিথি ব্যাংকের বিভিন্ন স্টলে ফিতা কেটে উদ্বোধন করেন। সম্মেলনে ময়মনসিংহের ৩২টি স্কুলের ৩২০ জন শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।
প্রধান অতিথি সেলিনা হোসেন বলেন, ভবিষ্যতের জন্য স্কুল ব্যাংকিং ডিজিটাল সময়ের দাবি। তিনি শিক্ষার্থীদের প্রতি লেখাপড়া শিখে বড় মানুষ হতে মানবিকতা, মানবতাবোধ অর্জনের জন্য আহ্বান জানান।
পরে শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন।