ভিজিএফের চাল নিয়ে হাওরে ট্রলারডুবি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/19/photo-1442679103.jpg)
ভিজিএফয়ের চাল নিয়ে নেত্রকোনার মদন উপজেলায় হাওরে ডুবে গেছে একটি ট্রলার। এতে ১০ টন চাল ছিল। আজ শনিবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার কাইকুড়িয়া গ্রামের সামনে তলার হাওরে প্রচণ্ড বাতাস, ঢেউ ও বৃষ্টির মধ্যে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে।
ট্রলারে থাকা ২০ যাত্রীর প্রায় সবাইকে উদ্ধার করা গেছে। তবে উপজেলার গাজীপুর গ্রামের মাহবুল মিয়ার ১৪ মাসের শিশুকন্যা মাহমুদা নিখোঁজ রয়েছে বলে স্বজনদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও পুলিশ এখনো বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
ট্রলারডুবির পর অন্য অনেকের মতো উদ্ধারকাজে ছুটে যান দুর্ঘটনাস্থলের পাশের মেওয়াতলী গ্রামের স্বরবিন্দু সরকার। তিনি এনটিভি অনলাইনকে জানান, ট্রলারে ২০ জনের মতো যাত্রী ছিল। এদের মধ্যে মাহমুদা ছাড়া বাকিদের নৌকায় করে উদ্ধার করা গেছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, উপজেলার উচিতপুর ঘাট থেকে চালবোঝাই ট্রলারটি মাঘান ইউনিয়নের জয় বাংলা বাজারে যাচ্ছিল। এতে মাঘান ইউনিয়ন পরিষদের ভিজিএফের ১০ টন চাল ছিল। পথে সেটি ডুবে যায়।
তবে পুলিশ এখনো শিশুর নিখোঁজের সত্যতা নিশ্চিত করতে পারেনি। ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় প্রশাসনের লোকজন ছুটে গেছেন।