কালিহাতীর ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মা ও ছেলেকে বিবস্ত্র করে নির্যাতন এবং এর প্রতিবাদকারীদের মিছিলে পুলিশের গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সহসভাপতি সালেহা হোসেন, সাধারণ সম্পাদক মনিরা বেগম অনু, সহ-সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াসমিন রুনা, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি শেখ সাদ নূর অপি প্রমুখ।
মানববন্ধনে মনিরা বেগম অনু অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে যুব ইউনিয়ন, প্রগতি লোক সংঘ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও ময়মনসিংহ সাহিত্য সংসদের বীক্ষণ পাঠচত্রের সংগঠক ও কর্মীরা অংশ নেন।
গত ১৫ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের রফিকুল ইসলাম ও তার সহযোগীরা আলামিন ও তাঁর মাকে বিবস্ত্র করে নির্যাতন চালায়।
এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে গতকাল শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় এলাকাবাসী। মিছিলটি উপজেলা সদরের দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশ গুলি, রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। এ সময় তিন বিক্ষোভকারী মারা যান। পুলিশের দাবি, তাদের গুলিতে কেউ মারা যায়নি।
নিহতরা হলেন কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের ফারুক হোসেন, একই এলাকার শ্যামল (৩০) ও ঘাটাইল উপজেলার কালিয়া গ্রামের শামিম মিয়া।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি এ ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকেও সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।