মোংলায় ‘মাদক ব্যবসায়ী’ আটক, ‘অস্ত্র উদ্ধার’

বাগেরহাটের মোংলায় এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর নাম নয়ন (২৮)। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তাঁর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে নয়নকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
ওসির আরো দাবি, নয়ন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজ। তাঁকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নয়নের বিরুদ্ধে থানায় একাধিক চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে। তিনি শহরতলির কাইনমারী এলাকার বাসিন্দা।