মামলা ও গ্রেপ্তার বন্ধের দাবিতে খুলনায় বিএনপির বিক্ষোভ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, পুলিশের দেওয়া গায়েবি মামলা এবং গণগ্রেপ্তার অভিযান বন্ধের দাবিতে খুলনা মহানগর বিএনপি আজ শনিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। নগরীর কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা সিটি করপোরেশন মডেল নির্বাচন করতে সরকার পুলিশকে ব্যবহার করে এসব গায়েবি মামলা দিয়ে গণগ্রেপ্তার করে ফাঁকা মাঠে গোল দিতে চাইছে। তিনি অবিলম্বে গ্রেপ্তার বন্ধ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি দাবি করেন।
খুলনা মহানগরে আজ শনিবার বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। ছবি : এনটিভি
সমাবেশে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ তরিকুল ইসলাম, সেকেন্দার জাফর উল্লাহ সাচ্চু, ফখরুল আলম প্রমুখ।
নগরীর বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেয়।