পোড়া আওয়ামী লীগ অফিস এখন বিএনপির কার্যালয়

নাটোরের বড়াইগ্রামের নগর ইউনিয়নের রাজনৈতিক উত্তেজনা নতুন রূপ নিয়েছে। ধানাইদহ বাজারের শহীদ কল্লোল স্মৃতি সংঘের পুরোনো ভবন, যা একসময় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো, সেটিতে এখন বিএনপির ৪নং নগর ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় স্থাপন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ওই কার্যালয়ে আগুন দেওয়া হয়। এরপরও আধাপাকা ভবনের কিছু অংশ ব্যবহারযোগ্য থাকায় সেখানে নতুন করে বিএনপির নামফলক টাঙানো হয়েছে। বিএনপি নেতাদের দাবি, জায়গাটি ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাব সরকারের পৈতৃক সম্পত্তি।
ওয়ার্ড বিএনপির সভাপতি আসাব সরকার বলেন, জায়গাটা আমার পৈতৃক সম্পত্তি, দলিল-দস্তাবেজ সব আছে। আওয়ামী লীগ ১৮ বছর আগে ক্ষমতার জোরে জবরদখল করেছিল। এখন আওয়ামী সরকারের পতনের পর আমরা জায়গা দখল করেছি।
নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমান বলেন, ৫ আগস্ট আমাদের দলের কর্মীরা জায়গাটি পুনর্দখল করে মেরামত করেছে এবং দলীয় কার্যক্রম শুরু করেছে।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা জানান, রাজনৈতিকভাবে এটি দুঃখজনক হলেও পরিস্থিতির কারণে প্রতিবাদ করা যাচ্ছে না।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি আমার জানা নেই।