যমুনায় নৌকাডুবি, নিখোঁজ ১

সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদীতে নৌকা ডুবে একজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে। নিখোঁজ বুদ্দু শেখের বাড়ি উপজেলার মেছড়া ইউনিয়নের আকনাদীঘি গ্রামে।
বুদ্দু শেখের ভাই মকবুল হোসেন সাংবাদিকদের জানান, দুপুরে তাঁরা দুইভাই যমুনার চরে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। বিকেলে ঘাস নিয়ে নৌকাযোগে বাড়ি ফেরার পথে যমুনা প্রবল স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।
এ সময় মকবুল সাঁতরে পাড়ে উঠতে পারলেও তাঁর ভাই বুদ্দু শেখ নিখোঁজ হন। স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করছে। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজের খোঁজ মেলেনি।