সুনামগঞ্জে নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ৪

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে যাত্রীবাহী নৌকাডুবে দুই শিশু ও দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
গতকাল শনিবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের মদনাকান্দি ও হেরারকান্দির মধ্যবর্তী বৌলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেহেলী ইউনিয়ন নয়াপাড়া গ্রামের তাপস চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী (৫০), মোহনগঞ্জ থানার হাতনি গ্রামের কল্পনা সরকার, কল্পনা সরকারের দেবরের মেয়ে (৪) ও কলমাকান্দা থানার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গা সরকার (৬)।
আহত নিরব সরকার (১০) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরদ সরকারের ছেলে।
দুর্ঘটনার বিষয়ে বেহেলী ইউপি সদস্য দেবাশীষ সরকার জানান, মধ্যনগর থেকে যাত্রী বোঝাই করে বেহেলী আসার পথে নৌকাটি বৌলাই নদীর হারারকান্দী মোড়ে বাঁক ঘোরার সময় ডুবে যায়। এতে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জাকির হোসেন জানান, মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় জামালগঞ্জ উপজেলার উদ্দেশে যাচ্ছিলেন নারী-শিশুসহ ৬০ থেকে ৭০ জন যাত্রী। অতিরিক্ত যাত্রী বহনের কারণে বৌলাই নদীতে নৌকাটি যাত্রীসহ ডুবে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশু ও দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত নিরব সরকারকে গুরুতর আহত অবস্থায় জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পুলিশ সুপার জাকির হোসেন আরও জানান, এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন, তা জানা যায়নি।