গাংনীতে বোমা, অস্ত্রসহ ‘ডাকাত’ আটক

মেহেরপুরের গাংনী উপজেলার কষবা গ্রামে শনিবার রাত ১টার দিকে ডাকাতির প্রস্তুতি সভায় হানা দিয়ে মহিবুর রহমান (২৫) নামের একজনকে আটক করেছে র্যাব ও পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে চারটি হাতবোমা ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। আটক মহিবুর রহমানের বাড়ি কষবা গ্রামে।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি উৎপল রায় জানান, কষবা গ্রামের মোড়ে ১০-১২ জন ডাকাত সদস্য এলাকায় ডাকাতি প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে র্যাব ও গাংনী থানা পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযান দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও মহিবুর রহমানকে আটক করা হয়। সেখান থেকে চারটি হাত বোমা ও দেশীয় অস্ত্রশস্ত্র (রামদা, হাঁসুয়া) উদ্ধার করা হয়। আটক মহিবুর রহমান আন্তঃজেলা ডাকাতদলের অন্যতম সদস্য বলে জানান তিনি। তাঁর নামে মামলা করে গাংনী থানার মাধ্যমে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।