‘প্রশ্ন গেলে বাহিরে, ডাক্তার হবে হাতুড়ে’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/21/photo-1442819982.jpg)
নতুন করে মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে সিলেটে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : এনটিভি
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে সড়কে ছুটে চলছেন কিছু তরুণ-তরুণী। সামনের সারির কয়েকজনের হাতে একটি ব্যানার। এর ওপরের অংশে লেখা, ‘প্রশ্ন গেলে বাহিরে, ডাক্তার হবে হাতুড়ে’।
এসব তরুণ-তরুণীর সবাই মেডিকেলে ভর্তি-ইচ্ছুক। তাঁদের দাবি, মেডিকেলে সদ্য অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল বাতিল ও নতুন করে পরীক্ষা গ্রহণ।
‘মেডিকেল পরীক্ষার্থী ২০১৪-১৫ ব্যাচ’-এর ব্যানারে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। এটি নগরীর কোর্ট পয়েন্টসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে শিক্ষার্থীরা ফলাফল ‘মানি না, মানব না’ বলে স্লোগান দেন। তাঁরা অবিলম্বে নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানান।
মেডিকেলে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে গতকাল রোববারও সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন পালন করেন শিক্ষার্থীরা।