সুন্দরবনে চারটি কুমিরের চামড়াসহ একটি হরিণ উদ্ধার

সুন্দরবনের দুধমুখী এলাকা থেকে চারটি লোনা পানির প্রজাতির কুমিরের চামড়াসহ একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে একটি কাঠের ডিঙ্গি নৌকা থেকে কুমিরের চামড়া ও হরিণটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত বন্যপ্রাণী পাচার চক্রের কোনো সদস্যকে আটক করতে পারেনি বনবিভাগ।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিন কবির জানান, হরিণটানা ফরেস্ট ক্যাম্পের বনরক্ষীরা সুন্দরবনে টহল দেওয়ার সময় গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে দুধমুখী এলাকায় একটি কাঠের ডিঙ্গি নৌকা দেখতে পান। বনরক্ষীরা কাঠের ডিঙ্গি নৌকার দিকে এগোতে থাকলে ওই নৌকায় থাকা কয়েকজন বন্যপ্রাণী পাচারকারী দ্রুত নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। এ সময় বনরক্ষীরা ওই নৌকায় তল্লাশি চালিয়ে পা বাঁধা একটি জীবিত হরিণ ও লোনা পানির কুমিরের চারটি চামড়া উদ্ধার করে।
উদ্ধার হওয়া হরিণটি শনিবার রাতেই হরিণটানা ক্যাম্প এলাকার বনে অবমুক্ত করা হয়। উদ্ধারকৃত কুমিরের চারটি চামড়া সংরক্ষণের জন্য পূর্ব সুন্দরবনের বিভাগীয় দপ্তরের (বাগেরহাট) মাধ্যমে আজ রোববার ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত নামধারী পাচারকারীদের আটক করার জন্য সুন্দরবনে তল্লাশির পাশাপাশি বন্যপ্রাণী শিকার ও পাচার প্রতিরোধ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান বন কর্মকর্তা শাহিন কবির।