ডিজিটাল নিরাপত্তা আইনে রাষ্ট্রপতির সম্মতি
সাংবাদিকসহ বিভিন্ন মহলের আপত্তির মধ্যে সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রপতির স্বাক্ষরের পর যেকোনো বিল আইন হিসেবে গণ্য হয়। এখন এটি গেজেট আকারে প্রকাশ করবে সরকার।
গত মাসে দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে ডিজিটাল নিরাপত্তা বিল-২০১৮ ও সড়ক পরিবহন বিল-২০১৮সহ ১৮টি বিল পাস হয়।
সাইবার অপরাধ, ধর্মীয় অনুভূতিতে আঘাত, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু নিয়ে নেতিবাচক প্রপাগান্ডা ঠেকাতে এবং অনলাইনের মাধ্যমে অবৈধভাবে গুজব ছড়ানোসহ বিভিন্ন অপরাধ মোকাবিলায় ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ করা হবে বলে জানানো হয়।
এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারা নিয়ে আপত্তি জানিয়ে সংশোধনের দাবি করে আসছিল সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সাংবাদিকদের যদি নেতিবাচক কোনো সংবাদ প্রকাশের ইচ্ছা না থাকে, তাহলে ভীত হওয়ার কোনো কারণ নেই।