বাড়ির পাশ থেকে শিশুর লাশ উদ্ধার, সৎমাসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর মিয়াপাড়া এলাকা থেকে রেদোয়ান আহম্মেদ হৃদয় (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। হৃদয় মিয়াপাড়ার আব্দুর রহিমের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, গতকাল রোববার বিকেল থেকে হৃদয় নিখোঁজ ছিল। রাত ১১টার দিকে তার বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাত ২টার দিকে স্থানীয়রা বাড়ির পাশে হৃদয়ের লাশ পড়ে থাকতে দেখে। এরপর পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত হৃদয়ের গলায় ও গালে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হৃদয়ের সৎমাসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান ওসি জিয়াউর রহমান।