যশোরের আ.লীগ নেতার ছেলে ফেনসিডিলসহ খুলনায় গ্রেপ্তার

খুলনায় ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বেজেরডাঙ্গা আইয়ান জুট মিলের পাশ থেকে শাহ আবিদ কামরান (১৯) ও সাজ্জাদ হোসেনকে (২৪) আটক করে ফুলতলা থানা পুলিশ। তাঁদের মধ্যে কামরান অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহ ফরিদ জাহাঙ্গীরের বড় ছেলে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, থানার উপপরিদর্শক (এসআই) তাপস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদ অভিযান চালিয়ে ওই দুই যুবককে চার বোতল ফেনসিডিলসহ আটক করেন। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শাহ আবিদ কামরান যশোরের নওয়াপাড়ার শাহ ফরিদ জাহাঙ্গীরের ছেলে। তবে জাহাঙ্গীরের রাজনৈতিক পদ জানেন না বলে জানান ওসি।