মোংলায় এনটিভির সাংবাদিকের বাসায় চুরি

মোংলায় এনটিভির স্টাফ রিপোর্টার আবু হোসাইন সুমন। ছবি : সংগৃহীত
বাগেরহাটের মোংলায় এনটিভির স্টাফ রিপোর্টার আবু হোসাইন সুমনের বাসায় চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে পৌরসভার পূর্ব কবরস্থান এলাকার কমিশনার হাওলাদার হালিম সড়কে তাঁর বাসায় এই চুরির ঘটনা ঘটে।
সাংবাদিক আবু হোসাইন সুমন জানান, তিনিসহ পরিবারের সদস্যরা রাতে ঘুমিয়ে পড়লে চোররা কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। এরপর আলমারিতে থাকা ১০ ভরি স্বর্ণালংকার, টাকা ও ভিডিও ক্যামেরাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আজ শনিবার দুপুরে মোংলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, সাংবাদিক আবু হোসাইন সুমনের বাসায় চুরির ঘটনার পর লিখিত অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
চুরি যাওয়া মালামাল উদ্ধার ও প্রকৃত অপরাধীকে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ওসি।