‘ঐক্য থেকে ছিটকে গেলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/10/18/photo-1539858347.jpg)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘জাতীয় ঐক্য থেকে যারা ছিটকে যাবে তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় নজরুল ইসলাম খান এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘আজকে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। আমরা আছি সেখানে। বামদলগুলো যে দাবিনামা পেশ করেছে, সেটা আমাদের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এমনকি চরমোনাই পীরসাহেবও যে দাবি উত্থাপন করেছেন সে দাবিগুলো আমাদের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ।’
অন্যদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নয়, সরকারের আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার পদত্যাগ চেয়েছে বিএনপি।’
রুহুল কবির রিজভী আরো বলেন, ‘নির্বাচন কমিশনার কেউ কেউ যে কথা বলছেন মনে হচ্ছে সরকার যেটা চাচ্ছে সেটা বলছেন। ন্যয়সঙ্গত কথা যে কমিশনার সাহেব বলছেন, আমরা তো এ দেশে দৃষ্টান্ত দেখেছি সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সাহেবের, সাবেক বিচারক মোতাহের হোসেন সাহেবের। আশঙ্কা হচ্ছে এ দুর্বিনীত সরকার কখন কী ঘটায়।’
এ সময় কমিশনার মাহবুব তালুকদারের প্রতি সরকারের আচরণ নিয়ে শঙ্কা প্রকাশ করেন রুহুল কবির রিজভী।