যারা ঐক্যফ্রন্ট গঠন করেছেন তারা জিরো : অর্থমন্ত্রী
যারা ঐক্যফ্রন্ট করেছেন তাঁদের কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট জালালাবাদ গ্যাস কর্মচারী লীগের আয়োজনে জালালাবাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি বলেন তিনি।
এ সময় অর্থমন্ত্রী বলেন, সকল জিরো মিলেই গঠিত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট, এর ফলও জিরো হবে। বিএনপি যদি নির্বাচনে অংশ নেয়, আর ঐক্যফ্রন্ট যদি তাদের সমর্থন দেয় তাহলে ঐক্যফ্রন্টের উপকার হবে বলে আমি মনে করি, তাছাড়া নয়।
আগামী ২৩ অক্টোবর সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশে প্রশাসনের অনুমতি না দেওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, পুলিশ কেন সমাবেশের অনুমতি দেয়নি সে বিষয়টি আমার জানা নেই। তবে অনুমতি দিলেও তেমন কোনো ক্ষতি নেই।
অভিষেক অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও অর্থমন্ত্রীর ছোটভাই ড. এ কে আবদুল মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের জালালাবাদ গ্যাস কর্মচারী লীগের আয়োজনে জালালাবাদ অডিটোরিয়ামে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : এনটিভি