মোংলায় ফাদার রিগনের মরদেহ

মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা ইতালির নাগরিক ফাদার মারিনো রিগনের মরদেহ মোংলায় পৌঁছেছে। আজ রোববার সকাল পৌনে ১০টায় তাঁর মরদেহ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে মোংলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অবতরণ করে। লাশ নামানোর পর সেখান থেকে তাঁকে বিশেষ লাশবাহী ট্রাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উপজেলা পরিষদ মাঠে নেওয়া হয়।
উপজেলা মাঠে রিগনের মরদেহকে রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আবদুল খালেক, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
এরপর ফাদার মারিনো রিগনের কফিন নেওয়া হবে শেহলাবুনিয়ার সেন্ট পলস হাসপাতাল ও সেন্ট পলস স্কুলে। সর্বশেষ শেহলাবুনিয়ার রিগনের দীর্ঘদিনের বসতঘর স্মৃতিবিজড়িত ক্যাথলিক গির্জায় নেওয়া হবে।
ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে গির্জার সামনের প্রস্তুত রাখা সমাধিতে দুপুরে রিগনকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম।