জাতীয় ঐক্যফ্রন্টকে ‘ইউজলেস’ বললেন অর্থমন্ত্রী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে ‘ইউজলেস’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের কিন ব্রিজ এলাকায় সুরমা নদীর পাড় ঘেঁষে দেয়াল ও ওয়াকওয়ে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
আসন্ন নির্বাচনে ভোটের ক্ষেত্রে জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটে প্রভাব ফেলতে পারবে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এই দল (জাতীয় ঐক্যফ্রন্ট) প্রভাব তো ফেলবেই। বিরোধী দল (বিএনপি) আছে, প্রভাব নিশ্চয়ই ফেলবে। কিন্তু এখান (সিলেট) থেকে জেতবার জন্য যেন চিন্তাটিন্তা না করে।’
জাতীয় ঐক্যফ্রন্ট কেন জেতার চিন্তা করবে না, সাংবাদিকরা আবারও এ প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, ‘দে উইল নট গেট ইট। দ্যাটস অল। দে হ্যাভ প্রুভড টু বি ইউজলেস, অ্যান্ড দে উইল রিমেইন ইউজলেস।’ আগামী নির্বাচনে সিলেটে আওয়ামী লীগই জিতবে বলে মন্তব্য করেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় সুরমা নদী খননে বৃহৎ প্রকল্প হাতে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন মন্ত্রী।