বাগেরহাট-৩ আসনে নৌকা চান নবীরুজ্জামান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগের কাজে মাঠে নেমেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ নবীরুজ্জামান বাবু।
মোংলা-রামপালের বিভিন্ন এলাকায় নিয়মিত মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণের মাধ্যমে নৌকা মার্কায় ভোট চেয়ে বেড়াচ্ছেন শেখ নবীরুজ্জামান। এসব প্রচারে নবীরুজ্জামানের হয়ে কাজ করছেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিভিন্ন পথসভায় নিজের মনোনয়নের পক্ষে নবীরুজ্জামান বলছেন, ‘আমি মোংলা-রামপালেরই সন্তান। ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। ওয়ান-ইলেভেন পরবর্তী সময় থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে থেকেছি। নেত্রীর মুক্তি আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনে ও তৃণমূলের রাজনীতিতে মোংলা-রামপাল আসনে আগামীতে যারা মনোনয়নপ্রত্যাশী, তাদের থেকে আমি এগিয়ে আছি বলে মনে করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, তবে আমি এই এলাকার গরিব-দুঃখী অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব।’
বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় নবীরুজ্জামান ছাড়াও নৌকার হয়ে প্রচারণা চালাচ্ছেন এ আসনে দুবার নির্বাচিত হওয়া বর্তমান সাংসদ হাবিবুন নাহার, চিত্রনায়ক শাকিল খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. আবু হানিফ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সদস্য শেখ ইকবাল লতিফ সোহেল, ব্যারিস্টার শেখ ওবায়দুর রহমান।
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগের কাজে মাঠে নেমেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ নবীরুজ্জামান বাবু। ছবি : সংগৃহীত