ইঞ্জিন বিকল, ৩ দিন ধরে সাগরে ভাসছে জাহাজ

ইঞ্জিন বিকল হওয়ায় মোংলাবন্দরের ফেয়ারওয়ের (বহির্নোঙ্গর) বাইরে তিনদিন ধরে সাগরে ভাসছে কয়লাবোঝাই একটি বিদেশি জাহাজ।
গত বুধবার থেকে এম ভি পারনোন নামের ওই জাহাজটি এ অবস্থায় আছে বলে সংশ্লিষ্ট স্থানীয় প্রতিনিধি প্রতিষ্ঠান কসমস শিপিং লাইন্সের (শিপিং এজেন্ট) ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিরাজুল ইসলাম বলেন, গত ৩ অক্টোবর প্রায় ৫৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি মালয়েশিয়ার একটি বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রামবন্দরে পৌঁছায়। সেখানে সাড়ে ২৮ হাজার মেট্রিক টন কয়লা খালাসের পর বাকি কয়লা নিয়ে মোংলা সমুদ্র বন্দরে আসার সময় গত বুধবার যান্ত্রিক ত্রুটির মধ্যে পড়ে জাহাজটি। কাঁদা, পানি ও মবিলের মিশ্রণে এটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
ত্রুটিযুক্ত ইঞ্জিনটি সচল করতে প্রকৌশলীরা কাজ করছেন। জাহাজটিতে ক্যাপ্টেনসহ ২২ জন বিদেশি নাবিক অবস্থান করছেন। তাঁরা নিরাপদ ও ঝুঁকিমুক্ত রয়েছেন বলে জানান সিরাজুল ইসলাম।
জাহাজ সংশ্লিষ্ট স্থানীয় ব্যবসায়ী মেসার্স মায়া এন্টারপ্রাইজের মালিক আহসান হাবিব হাসান বলেন, গত বুধবারই জাহাজটির ইঞ্জিন বিকলের খবর বন্দরের হারবার বিভাগে জানানো হয়েছে। আজ শনিবার দুপুর নাগাদ জাহাজটি সচল হওয়ার সম্ভাবনা রয়েছে। চালু হলেই সেটি বন্দরে প্রবেশ করবে বলে জানান আহসান হাবিব।
এদিকে মোংলা বন্দরের হারবার বিভাগের দায়িত্বরত কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, ‘যেহেতু জাহাজটি মোংলা বন্দরে প্রবেশ করেনি, সেহেতু এ ব্যাপারে আমাদের কাছে কোনো খবর নেই।’