মোংলায় ৩ ব্যক্তি আটক, ইয়াবা উদ্ধার

বাগেরহাটের মোংলা উপজেলায় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তাঁরা মাদক ব্যবসায়ী। তাঁদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের রিজেকশন গলি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ দাবি করে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রিজেকশন গলি থেকে বেল্লাল ওরফে লাল বেল্লাল, মোশারেফ ওরফে মোশা ও বেল্লাল ওরফে কালো বেল্লালকে আটক করা হয়। পরে তাঁদের দেহে তল্লাশি চালিয়ে কিছু ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘কিছু সংখ্যক ইয়াবাসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে সন্ধ্যায় আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার পর আজ বুধবার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে।’