‘যতবার নির্বাচন করেছি, মোংলা থেকে কম ভোট পেয়েছি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দুর্বার গতিতে শিক্ষা কার্যক্রম এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক।
আজ শনিবার বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকায় সাড়ে ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মোংলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় এ কথা বলেন খালেক।
এ সময় খালেক বলেন, সারাদেশে একসঙ্গে ১০০টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের কাজ চলছে। ছেলে-মেয়েদের জেনারেল বিষয়ে পড়ালেখা করে চাকরি পেতে কষ্ট হলেও এসব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করলে অনেক সহজেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
মোংলা বন্দর ও ইপিজেড পুনরায় চালু করা প্রসঙ্গে খুলনা সিটি করপোরেশনের মেয়র বলেন, ‘আমি ১৯৯১ সালে মোংলায় এসে শুনেছি বিএনপি-জামায়াত স্লোগান দিয়ে বলছে, ইসলামী আইন চাই, সৎ লোকের শাসন চাই। কিন্তু এলাকার মানুষের কোনো উন্নয়নের কাজ তারা করেনি। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকার সময় মোংলা বন্দর ও ইপিজেড বন্ধ করে দিয়েছিল। জননেত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ ক্ষমতায় এসে মোংলা বন্দর ও ইপিজেড আবার চালু করেছে। মোংলা ইপিজেড চালু হওয়াতে এখন ৪ থেকে ৫ হাজার নারী কর্মী ওখানে কাজ করছে। কাজ না থাকলে ওই মহিলারা বিপথগামী হতো। মোংলা বন্দরের শ্রমিকরা তাদের জীবন-যৌবন এখানে বিসর্জন দিয়ে কাজ করে শূন্য হাতে বাড়ি ফিরে গিয়েছিল। আর শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে সরকারের কাছে থেকে ১৯ কোটি টাকা নিয়ে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করেছে। এ বন্দরে যারা বসবাস করছেন শেখ হাসিনার সরকার ক্ষমতায় না থাকলে তাদের অস্তিত্ব থাকতো না। ছেলেমেয়ে নিয়ে নিজ নিজ গ্রামের বাড়িতে চলে যেতে হতো।
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সাবেক সাংসদ তালুকদার আবদুল খালেক বলেন, মোংলা বন্দর এখন উন্নয়নে ঝকঝক করছে। এই উন্নয়ন পৌর মেয়র জুলফিকারের কৃতিত্ব নয়। আমরা উন্নয়ন কর্মকাণ্ডের সুযোগ দিয়েছি, তাই এ কৃতিত্ব বর্তমান আওয়ামী লীগ সরকারের।
খালেক আরো বলেন, আমি যতবার নির্বাচন করেছি ততবারই মোংলা থেকে ভোট কম পেয়েছি। সামনে নির্বাচন আসছে মোংলার উন্নয়নের কথা মাথায় নিয়ে বিপুল ভোটে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আহ্বান জানাচ্ছি।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের আওয়ামী লীগ সাংসদ ও তালুকদার আবদুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস।
পরে বিকেল ৪টায় সিটি মেয়র আলহাজ তালুকদার আবদুল খালেক স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা ও কর্মিসভায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।