৭ নভেম্বরে নজর, ৮ তারিখে সিদ্ধান্ত ইসির
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/11/05/photo-1541437768.jpg)
আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের দিকে খেয়াল রাখবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৮ নভেম্বরের কমিশন সভায় সংলাপের ফলাফল প্রতিফলিত হতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
আজ সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের এই তথ্য জানান।
হেলালুদ্দীন আহমদ বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলেছেন ৭ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সংলাপ হবে। তারা অনুরোধ করেছেন, নিবাচন কমিশন যাতে লক্ষ্য রাখে। এর পর যাতে তফসিল ঘোষণা করা হয়। যেহেতু তফসিল ঘোষণার এখতিয়ার নির্বাচন কমিশনের, তাই কমিশন সেটা খেয়াল করে দেখবে, আগামী ৮ তারিখের বৈঠকে সংলাপের ফলাফল প্রতিফলিত হতে পারে। তবে এখন ৮ নভেম্বর তফসিল ঘোষণার পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে ইসির।
তফসিল পেছানোর সম্ভাবনা আছে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ৮ নভেম্বর সকাল ১০টায় কমিশন সভা হবে। ওই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
হেলালুদ্দীন আহমদ বলেন, বৈঠকে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছে। তারা সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন। সিইসি তাদের জানিয়েছেন, এখনো তফসিল ঘোষণা হয়নি। তফসিলের পর নির্বাচন কমিশনাররা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
হেলালুদ্দীন বলেন, তাদের দাবি অনুযায়ী কেন্দ্রে কেন্দ্রে যে রেজাল্ট দেওয়া হবে, সেজন্য পোলিং এজেন্টদের স্বাক্ষর গ্রহণ করে ফলাফল প্রকাশ করা হবে। তাদের সঙ্গে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়েও তাদের আশ্বস্ত করা হয়েছে।
ইভিএম বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, কমিশন বলেছে সীমিত পরিসরে শহর এলাকায় ইভিএম ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে সেটা কোন কোন কেন্দ্রে ব্যবহার হবে তা পরে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।
হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচন কমিশন একমাত্র প্রতিষ্ঠান যেটি সাংবিধানিক ও আইনানুগভাবে নির্বাচন পরিচালনা করে থাকে। ঐক্যফ্রন্ট বলেছে, নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা আছে। সেজন্যই তারা এখানে এসেছেন। অত্যন্ত আন্তরিকভাবে আলোচনা করেছেন।
তফসিলের তারিখ পেছালে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, আমাদের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি রয়েছে। ৮ নভেম্বর তফসিল ঘোষণার প্রস্তুতিও রয়েছে। তারা নির্বাচন পেছাতে বা আগাতেও বলেননি। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করেই ৮ তারিখ তফসিলের তারিখ ঠিক করেছে।