নিজেদের পছন্দের জায়গাতে সমাবেশের অনুমতি পেল ঐক্যফ্রন্ট

অবশেষে জাতীয় ঐক্যফ্রন্টকে আগামী শুক্রবার রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ।
পছন্দ অনুযায়ী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানেই সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে পুলিশ প্রথম মাদ্রাসা ময়দানে সমাবেশের অনুমতি দেয়নি। নগরীর গণকপাড়া মোড়ের সড়কে সমাবেশের অনুমতি দেওয়া হয়। তবে মঙ্গলবার রাত সাড়ে ৯টার পরে পুলিশ জানিয়ে দেয় মাদ্রাসা ময়দানেই সমাবেশ করতে পারবে জাতীয় ঐক্যফ্রন্ট। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম এ তথ্য জানান।
রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের ৯ নভেম্বর বিভাগীয় সমাবেশ করতে পুলিশের অনুমতির জন্য গত ২২ অক্টোবর মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ঐক্যফ্রন্টের পক্ষে পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেন।
পরে এ নিয়ে বিএনপি নেতারা একাধিকবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার এ কে এম হাফিজ আক্তারের সঙ্গে সাক্ষাৎ করেন। সর্বশেষ বুধবার দুপুরে মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলন আরএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বিকেলে পুলিশ তাঁদের সমাবেশের অনুমতি দেয়।
আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, সমাবেশের জন্য ঐক্যফ্রন্টের প্রথম পছন্দ ছিল রাজশাহী মাদ্রাসা ময়দান। বিকল্প হিসেবে তারা সাহেববাজার, গণকপাড়া ও মনিচত্বর এলাকার নাম লিখেছিল।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল হক মিলন জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সমাবেশের জন্য লিখিত কোনো কাগজ তারা পাননি। তবে অনুমতি পাওয়া গেছে বলে তাঁরা শুনেছেন। তাই তাঁরা প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। পোস্টার ছাপানোর কাজ শুরু হয়েছে। নগরীজুড়ে চলছে মাইকিং। ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় এবং বিভাগের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। সমাবেশ সফল হবে বলে মনে করেন তিনি।