তফসিল ঘোষণা পাতানো নির্বাচনের চক্রান্ত : চরমোনাই পীর

তফসিল ঘোষণার মাধ্যমে সরকার পাতানো নির্বাচনের চক্রান্তে মেতে ওঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
শুক্রবার বিকেলে খুলনার বাইতুন নূর মসজিদ প্রাঙ্গণে জনসভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ জনসভাতেই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন। এ সময় তিনি হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান।
সরকারের সমালোচনা করে পীর সাহেব চরমোনাই বলেন, ‘আমরা আবার আপনার শুভবুদ্ধি উদয়ের জন্যে বারবার বলছি, আসেন। আপনার উন্নয়নের কথার ফুলঝুড়ি। যখনই আপনার সঙ্গে কেউ কথা বলতে যায়, তখন আপনি ঘণ্টার পর ঘণ্টা শুধু আপনার উন্নয়নের কথাই বলে যাচ্ছেন। কিন্তু আপনি জেনে রাখেন, আপনি বিভিন্ন রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নের কথা আপনি বলতে পারেন। কিন্তু বাংলাদেশের ১৭ কোটি মানুষের মন আপনি জয় করতে পারেন নাই। বাংলাদেশের জনগণের মনে আপনি শান্তি নিয়ে আসতে পারেন নাই। বাংলাদেশের মনের উন্নয়ন আপনি ঘটাতে পারেন নাই।’
মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আজকে বাংলাদেশের মানুষ, একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে আজকে তাদের রাজপথে সংগ্রাম করতে হবে। এটা আমাদের ভাবতেও লজ্জা হয়। বলতেও লজ্জা হয়। বর্তমান সরকার, বিভিন্ন টালবাহানার মাধ্যমে আজকে সমস্ত বাংলাদেশের সিংহভাগ মানুষের মনের যে একটা চাহিদা, তাদের মনের ব্যথা, সেইটাকে কোনো গুরুত্ব না দিয়ে, তিনি তাঁর একক সিদ্ধান্ত বলে, বাংলাদেশকে ধ্বংস করার লক্ষ্যে এবং ঘরে ঘরে গৃহযুদ্ধ, বেঁধে যাওয়ার মতো পরিবেশ তৈরি করার জন্য।’
দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদকমুক্ত কল্যাণকর রাষ্ট্রপ্রতিষ্ঠায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মুজ্জামিল হক।
এ জনসভায় আরো কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, হাফেজ আব্দুল আওয়াল প্রমুখ।